বিজিএমইএ’র নির্বাচন ৬ এপ্রিল

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০১৯ ১২:৫৪:০১

বিজিএমইএ’র নির্বাচন ৬ এপ্রিল

দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করা যাবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ। নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে।

এর আগে গত ৫ জানুয়ারি নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। নির্বাচনে ৩৫জন পরিচালন নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকরা ১৮ এপ্রিল নতুন সভাপতি ও সাত জন সহসভাপতি নির্বাচিত করবেন।

নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে ২১ এপ্রিল। সংগঠনটির নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তবে সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে উভয় প্যানেলের সমঝোতায় সভাপতি হন সম্মিলিত পরিষদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান। আর সহসভাপতি ও অন্যান্য পরিচালক উভয় প্যানেল থেকে মনোনীত করা হয়।

দুই বছর পর পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ইতোমধ্যে প্রায় সাড়ে তিন বছর সময় পেরিয়ে গেছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ