১৪ রানে অলআউট, বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০১৯ ১১:০৭:২৫

১৪ রানে অলআউট, বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১৪ রানে অলআউট হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে চীন। রবিবার ব্যাংককে এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ১৪ রানে অলআউট হয়েছে চীনের জাতীয় নারী দল।

টি-টোয়েন্টি ম্যাচে কোনো পুরুষ কিংবা নারী দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড এটি। এদিন প্রথমে বল করা চীনের বোলিং দুর্বলতাকে কাজে লাগিয়ে ২০ ওভারে ৩ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে সংযুক্ত আরব আমিরাত।

জবাবে মাত্র আধা ঘন্টার মধ্যেই অলআউট হয়ে যায় চীন দল। সর্বসাকুল্যে ১০ ওভার ব্যাট করতে পারে তারা। আর এই সময়ের মধ্যে সংগ্রহ করে মাত্র ১৪ রান। দলের অধিনায়ক হিন লিলি দলীয় সর্বোচ্চ চার রান করেন।

উল্লেখ্য, এমন ঘটনা এবারই প্রথম ঘটায়নি দলটি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মাত্র ১১ বল খেলে ২৬ রানে অলআউট হয়ে যায় চীনের পুরুষ দলও। কিন্তু নারীদের এই স্কোর বিশ্ব রেকর্ডই গড়ে ফেললো।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ