তরুন নির্মাতা সোলায়মান জুয়েলের এবারের চমক

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০১৯ ০৪:৩৬:৩৭

তরুন নির্মাতা সোলায়মান জুয়েলের এবারের চমক

সোলায়মান জুয়েল বর্তমান সময়ের একজন প্রতিভাবান ও তরুন নাটক নির্মাতা। যদিও ছোটপর্দায় তার প্রতিভার পরিচয় দিয়ে আগেই সবার দৃষ্টি কেড়েছেন। এছাড়াও তিনি নির্মাণ করেছেন অর্ধ শতাধিক নাটক এবং বিজ্ঞাপন। তাই এবার এক সাথে চারটি সচেতনতামূলক নাটক নিয়ে কাজ করছেন তিনি। আর গুলো হচ্ছে- পরাবাস্তব, স্মোকার, স্যাকরিফাইজ ও এজ ফ্যাক্টর।

নাটক বানাতে গেলে তার মধ্যে যন্ত্রণা হয়। সহ্য করতে পারে না। জুয়েলের মনে করে, দারিদ্র্য একটি অভিশাপ, এতে উৎসাহিত হওয়ার কিছু নেই, কেবলই যন্ত্রণা। আর এ যন্ত্রণাকে উপজীব্য করে নাটক বানানোটা তিনি ঠিক মানতে পারছেন না।

সমাজের ঐকতান আর সমাজকে সচেতন করার প্রসঙ্গে সোলায়মান জুয়েল বলেন, ‘এই সময়ের চারটি সামাজিক সমস্যা তুলে ধরতে চাইছি। এর মাধ্যমে সচেতনার বার্তা পাবে সবাই। গল্পগুলো এভাবেই সাজানো হয়েছে। যেমন পরাবাস্তব-এ অ্যাবরশনের কুফল তুলে ধরা হবে। স্যাকরিফাইজে থাকবে মানবিকতার জয় গান। স্মোকার-এর গল্পে ধূমপানের কুফল উপস্থাপন করা হবে। আর এজ ফ্যাক্টর নাটকে থাকবে বয়সজনিত কারণে সম্পর্কে যে টানাপড়েনে পড়ে, সেই চিত্র। এখানে একটু বলে রাখি  পরাবাস্তব হবে টেলিছবি।’

জুয়েল বরাবরই শস্তা বিনোদন এড়িয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা আর জীবনবোধ থেকে নাটক তৈরি করেছেন। তিনি বলেন, ‘জীবনে যত প্রেম দেখেছি, সবই স্বার্থপরতায় ভরপুর। এক ধরনের জেদ থেকেই আমি প্রেমনির্ভর নাটক এড়িয়ে যাই।’

সোলায়মান জুয়েল নাটক ছাড়াও তৈরি করেছেন একাধিক বিজ্ঞাপন। এগুলোতে তিনি প্রশংসিতও হয়েছেন। জুয়েল বড়পর্দা প্রসঙ্গে বললেন, ‘শিগগিরই আমি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। এ বছরের শেষের দিকে তা শুরু হবে। এই ধারাবাহিকতায় আগামী বছরজুড়ে আমি দুটি সিনেমার কাজ করব। এর একটির নাম পারাপার, এবং অন্যটির নাম সংক্রমণ। সুইডেনের গোথেনবার্গের ফিল্ম ইনস্টিটিউটে স্ক্রিপ্ট জমা দিয়েছিলাম। ওরা আমার গল্প পছন্দ করেছে। ওরা অর্থায়ন করবে।’

নিজেকে নিয়ে সোলায়মান জুয়েল বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই। এখনো লক্ষ্য স্থির করতে পারিনি। আমার সামনে যখনি কোনো সামাজিক অসঙ্গতি আসে, আমি তাই নিয়েই নাটক নির্মাণ করি।’

প্রজন্মনিউজ২৪/আব্দুল কাইয়ুম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ