মেসির রেকর্ডের রাতে বার্সার দাপুটে জয়

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০১৯ ০৪:২২:০৪

মেসির রেকর্ডের রাতে বার্সার দাপুটে জয়

লুইস সুয়ারেজের জোড়া গোলে এইবারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। একইসাথে টেবিলের শীর্ষস্থান ধরে রেখে পয়েন্টের ব্যবধান পাঁচে নিয়ে গেছে।

১৯ ও ৫৯ মিনিটে সুয়ারেজের দুই গোলের মাঝে ৫৩ মিনিটে মেসি দলের ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি ক্যাম্প ন্যুতে আরেকটি ঐতিহাসিক রেকর্ডের মাইলফলক স্পর্শ করেন। এটি ছিলো লা লিগায় লিওনেল মেসির ৪০০তম গোল।

এর আগে কেউ এই মাইলফলকে পৌঁছাতে পারেনি। ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই বিকট। বলতে সহজ হলেও দীর্ঘ সময় ধরে একের পর এক গোল করে যাওয়া সত্যিই অসাধারণ।

তার এই গোল সংখ্যা অতি অসাধারণ। আসলেও সে অন্য জগতের মানুষ।এই জয়ের ফলে ভালভার্দের দল এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এগিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো। দিনের শুরুতে লেভান্তেকে ১-০ গোলে পরাজিত করে কোনরকমে রক্ষা পেয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ।

যদিও ভালভার্দে বলেছেন, এখনো অনেক সময় বাকি আছে। জয়ের ধারা ধরে রাখাটা আনন্দের, কিন্তু এখনও কিছুই শেষ হয়ে যায়নি।রিয়াল মাদ্রিদ ২-১ গোলে রিয়াল বেটিসকে পরাজিত করে লা লিগায় বছরের প্রথম জয় তুলে নিয়েছে।

যদিও এই জয়ের পরেও রিয়াল চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকলো।

প্রজন্মনিউজ২৪/মোস্তাফিজুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ