হাসান আজিজুল হকের জন্মোৎসব উদযাপনে কমিটি

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০১৯ ১১:২৭:১৮

হাসান আজিজুল হকের জন্মোৎসব উদযাপনে কমিটি

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহীর সিটি মেয়র, সদর আসনের সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন উপাচার্য, ভাষাসৈনিক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও সঙ্গীতজ্ঞরা।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০বছর পূর্ণ হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারি। সমাজের খেটে খাওয়া মানুষের জীবনের দুঃখ-গাথার নিপুণ কথক এই কথাশিল্পীর জীবনের সেই মাহেদন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে রাজশাহীর সর্বস্তরের গুণিজন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক এই অধ্যাপকের ৮০তম জন্মবার্ষিকী উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে গশুক্রবার সন্ধ্যায় একটি সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীর কাজলায় হেরিটেজ আর্কাইভসের কনফারেন্স কক্ষে কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০তম জন্ম-উৎসব উদযাপন পরিষদ’ গঠন করা হয়।

কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিককে আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক চলচ্চিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুলকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজশাহীর সিটি মেয়র, সদর আসনের সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন উপাচার্য, ভাষাসৈনিক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও সঙ্গীতজ্ঞরা।

এ ছাড়া রাজশাহী শহর ও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বহু সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া জন্ম উৎসব আয়োজনের জন্য মঞ্চসজ্জা, সাংস্কৃতিক, অর্থ, স্মরণিকা, প্রচার ও প্রকাশনা উপ-কমিটি নামে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে ১৮ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় একই স্থানে পরবর্তী সভা আহ্বান করা হয়েছে।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের পরে ১৯৫০ এর দশকে তিনি সপরিবার বাংলাদেশে চলে আসেন।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ