অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেফতার করে কুমিল্লা (ডিবি) পুলিশ

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০১৯ ০৪:১২:৫৫ || পরিবর্তিত: ১০ জানুয়ারী, ২০১৯ ০৪:১২:৫৫

অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেফতার করে কুমিল্লা (ডিবি) পুলিশ

দীর্ঘ দিন ধরে চলে আসা এক দল ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ কুমিল্লা সদর দক্ষিণ থানার এলাকাবাসি। অবশেষে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবির ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ডিবির এলআইসি টিমের এসআই ইকতিয়ার উদ্দিন, এসআই নজরুলসহ পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে।

এ সময় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাটোর জেলার গুরুদাসপুর থানার বালখা গ্রামের মাহবুব হোসেন (৩৫), শরিয়তপুর জেলার গোশাইরহাট থানার চরমাইশকান্দি গ্রামের বাবুল মাল (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাটিবৈবাল গ্রামের রেজাউল হোসেন (৩৫), গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মিজানুর রহমান (৪৫), কুমিল্লার সদর দক্ষিণ থানার পারবাইল গ্রামের মীর হোসেন (২৬), জামালপুরের ইসলামপুর থানার কাছিহারা গ্রামের মুনছুর আলী (২৭), দেওয়ানগঞ্জ থানার দীঘলকান্দি গ্রামের সুমন শেখ (৩৬), সদর থানার চন্দ্রা গ্রামের রফিকুল ইসলাম ওরফে চাঁন মিয়া (২২), কুড়িগ্রামের রৌমারী থানার সুলতান মিয়া (৪৫) ও ঢাকার কামরাঙ্গীরচর থানার কামরাঙ্গীরচর এলাকার আবদুর রশিদ মোল্লাকে (৪২) গ্রেফতার করে। পুলিশ ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২টি বড় রামদা, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি লোহার পাইপ উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানান, গত বছরের ৪ ডিসেম্বর জেলার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চৌকরী পূর্বপাড়া গ্রামের কাজী অহিদুর রহমানের বাড়িতে ওই ডাকাতরা গৃহকর্তাসহ ৭ জনকে কুপিয়ে আহত করে এবং ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এছাড়া সংঘবদ্ধ এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

প্রজন্মনিউজ২৪/আব্দুল কাইয়ুম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ