আবারও ১০৫ রানে বিশাল জয় ঢাকা ডায়নামাইটসের

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০১৯ ০৫:১৪:১০

আবারও ১০৫ রানে বিশাল জয় ঢাকা ডায়নামাইটসের

বিপিএল এর ষষ্ঠ আসরে সবচেয়ে শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। প্রথম ম্যাচে জয়ের পর আজকেও (মঙ্গলবার) ১০৫ রানের বড় জয় পেয়েছে দলটি। ব্যাটিংয়ে নেমে ঢাকা ১৯২ রানের লক্ষ্য ছুড়ে দেয়, কিন্তু বিপক্ষ দল খুলনার ইনিংস থেমেছে মাত্র ৮৭ রানে।

গত ম্যাচের মতো এই ম্যাচেও পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ওপেনার হযরতউল্লাহ জাজাই। মাত্র ২৫ বলেই ফিফটি করেছেন। ৩ চারের সঙ্গে ৫ ছক্কার মারে খেলেছেন ৫৭ রানের ইনিংস। আর বল হাতে ভেলকি দেখিয়েছেন সুনিল নারিন এবং সাকিব আল হাসান। অধিনায়ক সাকিব নিয়েছেন ৩ উইকেট, নারিনের ঝুলিতে গিয়েছে ২টি উইকেট।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই খুলনাকে চেপে ধরে ঢাকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আগের ম্যাচে ফিফটি করা পল স্টার্লিংকে ফেরান সাকিব। আক্রমণাত্মক মেজাজে শুরু করা জুনায়েদ সিদ্দিকীকে আউট করেন নাইরন। মাত্র ১৬ বলে ৩১ রান করেন জুনায়েদ।

এরপর আর কেউই তেমন বলার মতো রান করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত ১৩ এবং আরিফুল হক অপরাজিত ১৯ রান ব্যতীত আর কেউ দুই অঙ্কেও যেতে পারেননি। আমেরিকান পেসার আলি খান ইনজুরিতে পড়ায় ১৩ ওভার শেষে ৮৭ রানের মাথায় ৯ম উইকেট হারাতেই থেমে যায় খুলনার ইনিংস।

প্রজন্মনিউজ২৪/আব্দুল কাইয়ুম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন