শপথের বৈধতা চ্যালেঞ্জ স্পিকারসহ ৩ জনকে উকিল নোটিশ

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০১৯ ০১:৪১:৩৫

শপথের বৈধতা চ্যালেঞ্জ স্পিকারসহ ৩ জনকে উকিল নোটিশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩ জানুয়ারি নব নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দশম সংসদ না ভেঙে শপথ গ্রহণ অবৈধ এমন অভিযোগ এনে আজ মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ নোটিশ পাঠান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘পূর্বের সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এতে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারীর মধ্যে এই লিগ্যাল নোটিশের উত্তর না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মাহবুব উদ্দিন খোকন।

প্রজন্মনিউজ২৪/রবিউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ