রানের পাহাড়ে চাপা পড়েই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০১৯ ১২:২৭:৩৪

রানের পাহাড়ে চাপা পড়েই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

প্রথম ম্যাচে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ৩৭১ রান করার পরে দ্বিতীয় ম্যাচে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছিল ৩১৯ রানের। স্যাক্সটন ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও সাড়ে তিনশ ছাড়িয়েছে নিউজিল্যান্ডের সংগ্রহ। এতে করে বলা যায় কিউদের রানের পাহাড়ে চাপা পড়ে হোয়াইটওয়াশ হয় সফরকারী লঙ্কানরা। সিরিজের তৃতীয় ম্যাচে নেলসনের স্যাক্সটন ওভালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে রস টেইলর এবং নিকলসের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে শেষে ৪ উইকেটে ৩৬৪ রান সংগ্রহ করে কিউরা।

২০তম সেঞ্চুরি করে আউট হন টেলর। ১৩১ বলে ৯ চার এবং ৪ ছক্কার মারে ১৩৭ রান করেন তিনি। ৮০ বলে ১২ চারের সাথে ৩ ছক্কায় ১২৪ রানে অপরাজিত থাকেন নিকলস। সিরিজ হেরে সান্ত্বনার জয়টি পেতে লঙ্কানদের করতে হবে ৩৬৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৪৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এতে করে ১১৫ রানে হেরে সফরকারীরা তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরল। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন। কিউদের পক্ষে ফেরগুসন নেন ৪ উইকেট এবং টিম সাউদি নেন ৩ উইকেট।

প্রজন্মনিউজ২৪/রবিউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ