এখন থেকে আমাদের জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং : মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০১৯ ১০:৫১:৪৮

এখন থেকে আমাদের জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং : মাহমুদুল্লাহ

আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ সূচনা পেয়েছিল খুলনা টাইটান্স। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়বঞ্চিত থাকে তারা।৮ রানে জয়ী হয় রংপুর রাইডার্স।এমন হারের দুঃখ ভুলে দ্বিতীয় ম্যাচের দিকে নজর খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের।

ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে(বিপিএল)আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স।আর ২০১৬-১৭’র চ্যাম্পিয়ন ডায়নামাইটসের বিপক্ষে সতীর্থদের আরো আগ্রাসী চেহারায় দেখতে চান টাইটান্স অধিনায়ক মাহমদুল্লাহ।গতকাল মাহমুদুল্লাহ বলেন,এখন থেকে আমাদের জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং।

মাঠে নেমে পরিকল্পনা বাস্তবায়নের ওপর নির্ভর করছে আমাদের সাফল্য।প্রথম ম্যাচে আমরা জিততে পারিনি। দ্বিতীয় ম্যাচে তাই আমাদের আরো আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। দলের প্রত্যেককে বাড়তি দায়িত্ব নিতে হবে।আসরে উড়ন্ত জয়ে মিশন শুরু করেছে শক্তিধর দল ঢাকা ডায়নামাইটস।টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহী কিংসের বিপক্ষে ৮৩ রানে জয় দেখে অধিনায়ক সাকিব আল হাসানের ঢাকা।

ম্যাচে মারকুটে ব্যাটিং দেখান ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও সুনীল নারাইন। ওপেনিংয়ে ৬৩ বলে ১১৬ রানের জুটি গড়েন তারা।আফগান তারকা জাজাই ৭ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪১ বলে করেন ৭৮ রান।আর লোয়ার অর্ডারে ১৪ বলে ৩৮ রানের ঝটিকা ইনিংস খেলেন শুভাগত হোম চৌধুরী।এতে ইনিংস শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৮৯/৫-এ।

পরে ঢাকার বোলিং তোপে মাত্র ১০৬ রানে গুঁড়িয়ে যায় রাজশাহী কিংসের ইনিংস।প্রতিপক্ষ নিয়ে মাহমুদউল্লাহ তাই ভীষণ সতর্ক।টাইটান্স অধিনায়ক বলেন, কাগজে-কলমে ঢাকা খুব ভালো দল।প্রথম ম্যাচে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগই অসাধারণ খেলেছে।আশা করি, ইতিবাচক মানসিকতা নিয়ে ঢাকার বিপক্ষে নামতে পারবো আমরা।

রংপুর রাইডার্সের ১৬৯/৩ সংগ্রহের জবাবে ওপেনিং জুটিতে ১১ ওভারে খুলনা টাইটান্সের স্কোর বোর্ডে জমা পড়ে ৯০ রান।৪৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন খুলনার আইরিশ ওপেনার পল স্টারলিং।কিন্তু ১৬১/৫ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে খুলনা টাইটান্স।গত বিপিএলে প্রথম ম্যাচ হেরেও রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ থেকে  প্রেরণা খুঁজছেন মাহমুদুল্লাহ।

টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, মাশরাফি ভাই আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন।তাদের শুরু হয় কিন্তু হার দিয়ে। আমরাও(রোববার)হারলাম, দেখা যাক কী হয়।নিজেদের দলের ব্যাটিংটা তাকে আশাবাদী করে তুলছে। মাহমুদুল্লাহ বলেন,ব্যাটিংয়ে প্রথম দুই বছর আমরা কিছুটা ভুগেছিলাম ।আমাদের ওপেনিং কখনোই খুব একটা ভালো হয়নি।এ বছর শুরুতেই আমরা ব্যাটিংয়ে ভালো একটা সূচনা পেলাম।

জুনায়েদ আর স্টারলিং খুব ভালো ব্যাটিং করেছে।তবে, মাঝের ওভারগুলো নিয়ে চিন্তা থেকে যাচ্ছে টাইটান্স অধিনায়কের।মাহমুদুল্লাহ বলেন, মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।ওই সময় যতটা বাউন্ডারির প্রয়োজন ছিল, হয়নি।এর বাইরে কিছু ডট বল হয়েছে।এই জায়গাতে আমাদের কাজ করতে হবে।

প্রজন্মনিউজ২৪/ওসমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ