উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিত আর নেই

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০১৯ ০৫:২৭:৩৫

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিত আর নেই

আজ (বৃহস্পতিবার) উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিত মারা গেছেন । মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর ।

সাংবাদিক হিসেবে লেখক কর্মজীবন শুরু করেন তাছাড়া তিনি ভারতের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত হন । একাধিক ইংরেজি ও বাংলা সংবাদপত্রে সাংবাদিকতা করেন তিনি । ভারতের ‘সংবাদ প্রতিদিন’-এর সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি । বিজ্ঞাপন জগতেও একসময় কাজ করেন তিনি ।

মাত্র ১৬ বছর বয়সে, ১৯৫৫ সালে লেখক হিসেবে দিব্যেন্দু পালিতের আত্মপ্রকাশ । সে সময় একটি বিখ্যাত দৈনিক কাগজে প্রকাশিত হয় তাঁর লেখা গল্প ‘ছন্দপতন’। এরপর তিনি লেখেন- সেদিন চৈত্রমাস, উড়ো চিঠি, বৃষ্টির পরে, সিন্ধু বারোঁয়া, অন্তর্ধান, মৌন মুখর, হঠাৎ একদিন -এর উপন্যাস । এছাড়া চিলেকোঠা,  নামতে নামতে -র মতো অনেক ছোটগল্পও লেখেন তিনি । শুধু গল্প বা উপন্যাস নয়, কবি হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি । তাঁর ‘আত্মীয়’ও ‘অপেক্ষা’-র মতো কবিতা আজও জনপ্রিয় ।

প্রবাদপ্রতিম এই সাহিত্যিক ১৯৮৪ সালে আনন্দ পুরস্কার পান । ১৯৯০ সালে ‘ঢেউ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম স্মৃতি পুরস্কার । ১৯৯৮ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান ‘অনুভব’ উপন্যাসের জন্য । তাঁর লিখিত ‘অন্তর্ধান’ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে চলচ্চিত্র ।

প্রজন্মনিউজ২৪/আব্দুল কাইয়ুম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ