কুরআনে সততা ও সত্যবাদিতার দীক্ষা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৯:২৫

কুরআনে সততা ও সত্যবাদিতার দীক্ষা

আল্লাহ তাআলা বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ “হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাকো।” -সূরা তাওবা আয়াত: ১১৯

 

আল্লাহ তাআলা আরও বলেন,

وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ.... أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

“সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী (তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তত রেখেছেন)।” -সূরা আহযাব, আয়াত: ৩৫

আল্লাহ তাআলা আরও বলেন,

فَلَوْ صَدَقُوا اللَّهَ لَكَانَ خَيْرًا لَهُمْ

“যদি আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হতো।” (সূরা মুহাম্মাদ, আয়াত ২১) 

এ আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারি :

এক. আল্লাহ রাব্বুল আলামীন সর্ব বিষয়ে তাকে ভয় করে চলতে অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে বলেছেন।

দুই. আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিচ্ছেন সত্যবাদীদের সঙ্গী হতে। তাই যারা অসৎ, তাদের সঙ্গ দেয়া নিষেধ।

তিন. সত্যবাদীদের মর্যাদা প্রতিষ্ঠিত হল। আল্লাহ নিজেই তাদের সাথী হতে মুমিনদের নির্দেশ দিয়েছেন।

চার. নারী হোক কিংবা পুরুষ, যে সত্যবাদী আল্লাহ তাআলা তার জন্য বিশাল পুরস্কার রেখেছেন।

পাঁচ. পরিস্থিতি যা-ই থাকুক, সর্বাবস্থায় সত্যবাদিতা অবলম্বনে রয়েছে মঙ্গল ও কল্যাণ।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ