পুরস্কৃত করা হল বন্দি রয়টার্স সাংবাদিকদের

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০১৮ ১১:৪০:০৭

পুরস্কৃত করা হল বন্দি রয়টার্স সাংবাদিকদের

মিয়ানমারের কারাগারে বন্দি রয়টার্সের দুই সাংবাদিককে দেয়া হয়েছে চলতি বছরের ব্রিটিশ সাংবাদিকতা পুরস্কার। বিপদের মুখে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার খবর সংগ্রহ করার স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়।

ওয়া লোন ও কিয়াউ সোয়ে উ যৌথভাবে ফরেইন অ্যাফেয়ার্স জার্নালিজম বিভাগ এবং ম্যাসাকার ইন মিয়ানমার শিরোনামের প্রতিবেদনটি বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদন নির্বাচিত হয়েছে।

লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর আরও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন মিয়ানমারে বন্দি এই দুই রয়টার্স সাংবাদিক।

এগুলোর মধ্যে রয়েছে, ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন মিডিয়া অ্যাওয়ার্ড, পেন/বারবেই ফ্রিডম টু রাইট অ্যাওয়ার্ড, ওসবর্ন এলিয়ট প্রাইজ, ওয়ান ওয়ার্ল্ড মিডিয়া অ্যাওয়ার্ড, জেমস ফলে মেডিল মেডাল ফর করেজ ইন জার্নালিজম, আইআরই’র ডন বোলস মেডার্ল। খবর রয়টার্সের।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ