পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০১৮ ০৩:৫০:৩৭

পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি মামলার তদন্ত প্রতিবেদন মঙ্গলবার (৪ ডিসেম্বর )  দাখিলের দিন ধার্য থাকলেও তা  পিছিয়ে আগামী ৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

জানা যায়,  মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী পরবর্তী তারিখ ৯ জানুয়ারি ধার্য করেন।

আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী ইসহাক এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে সংঘবদ্ধ হ্যাকাররা। পরে ওই বছরের  ১৫ মার্চ মতিঝিল থানায় রিজার্ভ চুরির মামলা দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

প্রজন্মনিউজ২৪/আরমান হেকিম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ