বিসিবি একাদশের নেতৃত্বে ওয়ানডে অধিনায়ক মাশরাফি

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০১৮ ০৬:৩৬:২৪

বিসিবি একাদশের নেতৃত্বে ওয়ানডে অধিনায়ক মাশরাফি

এগারতম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশারিফ বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতিকে নির্বাচন করবেন তিনি। এ কারনেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা ছিল।

তবে সেই শস্কা উড়িয়ে দিয়ে প্রস্তিুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন টাইগার অধিনায়ক।  জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর লম্বা বিরতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতেই বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন তিনি।

যথারীতি নেতৃত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন চোট কাটিয়ে ফেরা ওপেনার তামিম ইকবালও। আগামী বৃহস্পতিবার বিকেএসপিতে হবে একদিনের প্রস্তুতি ম্যাচটি।

গত ২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর আর বল হাতে নেওয়া হয়নি মাশরাফির।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ব্যক্তিগতভাবে প্রস্তুতি শুরু করেছেন কয়েকদিন আগে। ম্যাচ অনুশীলনের ঘাটতি পুষিয়ে নিতেই খেলছেন এই ম্যাচে। তামিম এই ম্যাচে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন আগেই। সাইড স্ট্রেইনের কারণে টেস্ট সিরিজে খেলেতে না পারা ওপেনার পুরোদমে নেট সেশন শুরু করেছেন শনিবার থেকে।

১৩ জনের বিসিবি একাদশে বড় নাম আছে আরও। ওয়ানডের সম্ভাব্য দল থেকে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনরা। সৌম ইমরুল টেস্ট সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় রাখা হয়েছে এই ম্যাচে। আছেন স্পিনার নাজমুল হোসেন অপু।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ছিলেন এই স্পিনার। পরে ঢাকা টেস্টে বাদ পরেন একাদশ থেকে। সাকিব ফিরে আসায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ হয়নি তার।

এছাড়া আরিফুল হকও আছেন বিসিবি একাদশে।  পাশাপাশি আছেন অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার-তৌহিদ হৃদয়, আকবর আলি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শাহিন আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৯ ডিসেম্বর।

বিসিবি একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, মেহেদি হাসান রানা, নাজমুল ইসলাম অপু।

প্রজন্মনিউজ২৪/জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ