ভারতের খয়রাশোলে ইঁদুর-বাদুড় খেয়েই দিন কাটে তাদের!

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৮ ১১:৪৯:৩৬

ভারতের খয়রাশোলে ইঁদুর-বাদুড় খেয়েই দিন কাটে তাদের!

অভাব তাদের নিত্যসঙ্গী। জঙ্গলে শিকার ও ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন চলে। বনের ইঁদুর, বাদুড় বা কোনো পাখির মাংস আর ভিক্ষা করে পাওয়া চালের ভাত তাদের আহার। হতদরিদ্র হওয়ার কারণেই এসবের ওপর নির্ভর করতে হয় ভারতের খয়রাশোলের রসা গ্রামের বেদ সম্প্রদায়ের পাঁচ পরিবারকে।

ওই পরিবারের সদস্যরা জানান, অভাব এখনও রয়েছে। শিকার ও ভিক্ষাবৃত্তি এখনও তাদের খিদে মেটানোর প্রধান উপায়। তবে কিছুটা হলেও পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছে প্রশাসন।

পঞ্চায়েত সদস্য বিদ্যুৎ ঘোষ বলেন, যাতে তারা দুবেলা খেতে পায় সে দিকে প্রশাসন নজর রেখেছে। তবে মূল সমস্যা হল- আর্থ-সামাজিক ও জাতিগত সমীক্ষায় ওই পরিবারগুলোর নাম না থাকা। ওই কারণেই খাদ্য সুরক্ষার আওতায় তাদের আসার সুযোগ মিলছে না।তবে বিষয়টি প্রশাসন দেখছে বলে জানান তিনি।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ