মিতালিকে অপহরণের পর ৩ মাস আটকে রেখে নির্যাতন

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০১৮ ০৫:২৮:১৬

মিতালিকে অপহরণের পর ৩ মাস আটকে রেখে নির্যাতন

প্রসিতপন্থী ইউপিডিএফ-এ যোগ দিতে রাজি না হওয়ায় মিতালী চাকমা নামে এক কলেজছাত্রীকে অপহরণের পর টানা তিন মাস তাদের আস্তানায় আটকে রেখে শারীরিক অত্যাচার ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার হওয়া ওই কলেজছাত্রী শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অপহরণকারীদের বিচার ও সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। পাশাপাশি ইউপিডিএফ (প্রসিত ) গ্রুপের হাতে বন্দি আরো দুই নারীকে উদ্ধারের দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে রাঙামাটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের মিতালী চাকমা অভিযোগ করেন, তাকে দীর্ঘদিন ধরে প্রসিতপন্থী ইউপিডিএফ-এ যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় গত ১৭ আগস্ট  সকাল সোয়া ১০টার দিকে তাকে ঘর থেকে ডেকে নিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং আটকে রেখে বিয়ের প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় ৩০ আগস্ট  তাকে ইউপিডিএফ নেতা অংগ্য মারমা ও শান্তি দেব চাকমার হাতে তুলে দেওয়া হলে ইউপিডিএফ কর্মীরা তাকে দফায় দফায় শারীরিক নির্যাতন চালায়।

নির্যাতনের এক পর্যায়ে মিতালী চাকমা আত্মহত্যারও চেষ্টা চালান। পরে গত ১৯ নভেম্বর সেনাবাহিনীর টহল দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেলে মিতালী চাকমা সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার হন।

মিতালী চাকমা জানান, ডাক্তারি পরীক্ষার পর প্রাণ ভয়ে তিনি খাগড়াছড়িতে এক আত্মীয়ের বাড়িতে  আশ্রয় নেন। কারণ বাড়িতে গেলে তাকে অপহরণকারীরা  মেরে ফেলবে। এ ছাড়া  তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মিতালী বলেন, যারা অসহায়ত্বের সুযোগ নিয়ে তার জীবনকে দূর্বিষহ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও একই সাথে তার পিতা-মাতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে ইউপিডিএফ (প্রসীত)-এর গণমাধ্যম শাখার নিরণ চাকমা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনাটিকে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে  সাজানো হয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ