প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৮ ০৬:১৩:৪৭
সাইফুল্লাহ হাসান, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এডভোকেট গিয়াস উদ্দিন।
তিনি জানান, চাঞ্চল্যকর এই মামলাটির দায়িত্বভার মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদের কাছে ছিল। তিনি অজ্ঞাতনামা আসামীদের এবং মামলার এফায়ার ভুক্ত ২জন আসামীকে চার্জশীট থেকে বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দেন। আদালতে বাদী পক্ষের নারাজির প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআইকে প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যার পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিপক্ষের হামলায় নিহত হন মোহাম্মদ আলী শাবাব এবং নাহিদ আহমদ মাহি। ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রজন্মনিউজ২৪/এম বিল্লাহ
সরানো হবে কেমিক্যাল গোডাউন : ডিএসসিসি প্রধান
চকবাজার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৬৭, তদন্ত কমিটি গঠন
অপরিণত ৩১ শিশুর ময়নাতদন্ত সম্পন্ন
অর্থমন্ত্রী রিজার্ভ উদ্ধার মামলার তথ্য সংসদে জানাবেন
ব্যবসায়িক উদ্দেশ্যই বড় হয়ে উঠছে শিক্ষা : দীপু মনি
নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৩ মার্চ
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই