সরকারের কৌশলেই ৩০ ডিসেম্বর নির্বাচন: রিজভী

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০১৮ ০৩:৪০:০৮

সরকারের কৌশলেই ৩০ ডিসেম্বর নির্বাচন: রিজভী

বর্তমান সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্ষ্ট নাইট থাকায় বিদেশী পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে সে কারনেই ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সকল রাজনৈতিক দলের জন্য সমতল নির্বাচনী মাঠ তৈরী করতে নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি জানানো হয়েছে। কিন্তু নির্বাচন থেকে মাইনাস করার জন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জনপ্রিয়তার কারণেই তার প্রতি এত হিংসা।

রিজভী বলেন, কারচুপি করার জন্যই ৮০-১০০ টি আসনের ইভিএম ব্যবহার করতে চায় সরকার। ইভিএম আওয়ামী লীগের কারচুপির মেশিন, এটা সরকারের চক্রান্তের অংশ। ইভিএম বন্ধ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিরোধী দলের মতকে গুরুত্ব না দিয়ে ইসিকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ণ করছে সরকার বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

প্রজন্মনিউজ২৪/মুহিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ