নৌকা প্রতীকে লড়বে ১৪ দলের শরিকরা

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০১৮ ০১:১১:১১

নৌকা প্রতীকে লড়বে ১৪ দলের শরিকরা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে লড়বেন। বাকিরা তাঁদের নিজ নিজ প্রতীকে লড়বেন।

জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট মিলে মহাজোট গঠিত হয়। মহাজোটের শরিকদের সঙ্গে সংসদীয় আসন ভাগাভাগির বিষয়ে কাদের বলেন আওয়ামী লীগের পাশাপাশি জোটের অন্য দলের মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবেন। কিন্তু দক্ষ মনোনয়নপ্রত্যাশীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন আমাদের হাতে জরিপের ফল আছে। আমরা জোটের অন্যদের সঙ্গে বসব। আলোচনার মাধ্যমে আমরা প্রার্থী বাছাই করব।

প্রজন্মনিউজ২৪/জহুরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ