নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্যফ্রন্ট ও ২০দলীয় জোট

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৮ ০৪:৩৮:৫৩

নির্বাচনে অংশ নিচ্ছে ঐক্যফ্রন্ট ও ২০দলীয় জোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। নতুন এই রাজনৈতিক জোট ভোটে যাওয়াকে তাদের আন্দোলনের অংশ বলছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোটে যাওয়ার ঘোষণা দেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে তাঁরা নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়েছেন। তাঁরা বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন।

বিএনপি, গণফোরাম, জাসদ (জেএসডি), নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সেখানে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তাঁরা সরকার ও নির্বাচন কমিশনের দিকে কড়া নজর রাখবেন।

ঐক্যফ্রন্টের ঘোষণার ১৫ মিনিট আগে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও ভোটে যাওয়ার ঘোষণা দেয়। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০-দলীয় জোটের নেতা এলডিপির সভাপতি অলি আহমদ এই ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আজ সরকারবিরোধী দুই জোটই কাছাকাছি সময় ভোটে যাওয়ার ঘোষণা দিল।

প্রজন্মনিউজ২৪/এম বিল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ