নরসিংদীতে ২০ পয়সার জন্য কর্মহীন ২০ হাজার শ্রমিক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৮ ১০:৪৯:০৩ || পরিবর্তিত: ১১ নভেম্বর, ২০১৮ ১০:৪৯:০৩

নরসিংদীতে ২০ পয়সার জন্য কর্মহীন ২০ হাজার শ্রমিক

ফয়সাল, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার সদর থানার অন্তর্গত চৌয়ালা-শালিধা শিল্প এলাকায় কাপড় উৎপাদনে শ্রমিকদের গজপ্রতি ২০ পয়সা মজুরি বৃদ্ধির দাবীর মুখে গত ৬ নভেম্বর মঙ্গলবার হতে প্রায় দুই শতাধিক  যন্ত্রচালিত তাতঁ কারখানা বন্ধ রেখেছে চৌয়ালা-শালিধা মালিক সমিতি।

শহরের চৌয়ালা এলাকায় ঘুরে দেখা গেছে মমিন টেক্সটাইল, অনন্যা টেক্সটাইল, আল-মদিনা টেক্সটাইল, আল-আরাফাহ টেক্সটাইল, আতাউর টেক্সটাইল সহ ছোট বড় প্রায় দুই শতাধিক পাওয়ারলুম বন্ধ রয়েছে। এতে করে  কর্মহীন হয়ে পড়েছে প্রায় বিশ হাজারের ও বেশি সাধারন শ্রমিক।

চৌয়ালা-শালিধা মালিক সমিতির সূত্রে জানা যায় তাতঁশিল্পের বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। আর  তার মধ্যে শ্রমিকদের  এমন দাবী মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

 তবে তারা বলেছেন খুব শীঘ্রই শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসে এ সংকট সমাধান করবেন তারা।

সূত্রটি আরো জানায় এ অঞ্চলে দৈনিক প্রায় ৪০-৪৫ লাখ গজ কাপড়  উৎপাদন হয়।

প্রজন্মনিউজ২৪/জহুরুল হক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ