টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৮ ০৫:২৭:১৫ || পরিবর্তিত: ১০ নভেম্বর, ২০১৮ ০৫:২৭:১৫

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক কারবারী ওপুলিশের সাথে বন্দুকযুদ্ধে জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ (৩২) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস  জানান, শনিবার ভোরে উপজেলার হ্নীলা দরগা পাড়া সংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় ইয়াবা কারবারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের কনস্টেবল আজিজ (২৩), মেহেদী হাসান (২১) ও হেলাল (২২) আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে ইয়াবা কারবারীরা পিছু হঠে। পরে ঘটনাস্থল থেকে জিয়াউল বশির শাহীন ওরফে শহীদের লাশ উদ্ধার করা হয়। এছাড়া তিনটি দেশীয় অস্ত্র, ১৮ রাউন্ড বুলেট, ১৩টি খোসা ও ১৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শহীদ হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদ ছৈয়তুর পুত্র। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪/এম বিল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ