সরকার একতরফা নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৮ ১১:৩৬:৪৮

সরকার একতরফা নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

কিন্তু এ দাবি উপেক্ষা করে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না করে তফসিল ঘোষণা দুর্ভাগ্যজনক।তফসিল ঘোষণার মাধ্যমে সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতে উঠেছে।

শুক্রবার খুলনা নগরীর নিউ মার্কেটসংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে মহানগর ও জেলা ইসলামী আন্দোলন আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। রেজাউল করীম বলেন, নির্বাচন নিয়ে জনমনে ভয় ও শঙ্কার সৃষ্টি হয়েছে।

সংলাপের মাধ্যমে এর অবসান ঘটাতে হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েন করেতে হবে। ইভিএম পদ্ধতি বাতিল করতে হবে।

মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইউনুচ আহমেদ,

খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি মাওলানা মুজাফফার হোসাইন,

জেলা সহ-সভাপতি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু সাঈদ, মহানগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহ, জেলা সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করীম,

খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবর রহমান, মুফতী রবিউল ইসলাম রাফে, অ্যাডভোকেট কামাল হোসেন, হাফেজ মুস্তাফিজুর রহমান,

মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ বক্তব্য দেন। জনসভায় পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম খুলনার ৬টি আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

প্রজন্মনিউজ২৪/ওসমান

এ সম্পর্কিত খবর

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যার পর ঘন কুয়াশার প্রকোপে আরব আমিরাত

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টা

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন

কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

ফরিদপুরে দুই শ্রমিক হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ