ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় নিহত ৯

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৮ ১০:২৬:৩১

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে পুড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এই দাবানলের কারণে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন আরো দেড় লক্ষেরও বেশি মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ক্যালিফোর্নিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস অ্যঞ্জেলসের পশ্চিমের প্রধান মহাসড়ক ও উপকূলীয় অঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে।

 এছাড়াও সেখানকার শহর মালিবুর অনেক বাড়িঘর আগুনে পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি গাড়িতে পুড়ে যাওয়া পাঁচটি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

প্রতিবেদনে বলা হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় দুটি দাবানল খুব দ্রুত আশেপাশের এলকাগুলোতে ছড়িয়ে পড়ছে। গতরাতে লস অ্যাঞ্জেলসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মহাসড়কসহ এ দাবানলটি ছড়িয়ে পড়েছে প্রায় ১৪ হাজার একর এলাকাজুড়ে।

এছাড়া সেখানকার গুরুত্পূর্ণ শহর থাউসেন্ড ওকসের পাশে ৪০ মাইলব্যাপী আঘাত হেনেছে দাবানল দুটি। গত বুধবার এ শহরেই একটি বারে বন্দুক হামলায় ১২ জন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন।

 

প্রজন্মনিউজ/সোহেল সানি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ