পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০১৮ ১০:৪৫:৪৬

 পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  মাদক কারবারি নিহত

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাপ্পু হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি শীর্ষ মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত পাপ্পু চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।পুলিশ জানায়, বুধবার রাতে উজলপুর এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল।এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের একপর্যায়ে মাদক কারবারিরা পিছু হটতে থাকে। পরে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় পাপ্পু। 

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিলি উদ্ধার করা হয়েছে।

নিহত পাপ্পুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।

প্রজন্মনিউজ২৪/জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ