এক বিচারক কিনেছেন ২২২৪টি গাড়ি!

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০১৮ ১২:১৩:৩৩

এক বিচারক কিনেছেন ২২২৪টি গাড়ি!

ভাবছেন শিরোনামটায় ভুল করেছি ? আসলেই কিন্ত না, এমন ঘটনা ঘটেছে পাকিস্তান। এক বিচারক কিনেছেন ২২২৪ টি গাড়ি! নাম তার সিকান্দার হায়াত। পাকিস্তানের সাবেক এই বিচারকের বয়স ৮২ বছর। তার একটি গাড়িকে জরিমানা করা হয়। জরিমানার রশিদ পাঠানো হয় তার ঠিকানায়।

রশিদ পেয়ে শুল্ক বিভাগ যান অবসরপ্রাপ্ত সিকান্দার হায়াত। সেখানে গিয়ে চোখ ছানাবড়া! তার নামে একটি বা দুইটি নয়; ২ হাজার ২২৪টি গাড়ি রেকর্ড করা হয়েছে।

পাকিস্তানের পঞ্জাবে কর ও শুল্ক বিভাগে এ অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। এনিয়ে শুল্ক দফতরে খোঁজ নিয়ে গিয়ে তিনি দেখেন তাঁর নামে নথিভুক্ত রয়েছে ২২২৪টি গাড়ি।

এ ঘটনায় আদালতের দ্বারস্ত হয়েছেন ওই বিচারক। সুপ্রিম কোর্টে তার আইনজীবী মিঞা জাফর জানান, তার মক্কেলের কাছে রয়েছে মাত্র একটি গাড়ি। পাঞ্জাব শুল্ক দফতর কীভাবে ওই ২ হাজার ২২৪টি গাড়ির খোঁজ পেল তার ব্যাখ্যা দিতে হবে।

সাবেক বিচারকের এই আবেদনের প্রেক্ষিতে শুল্ক দফতরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দফতরের সেক্রেটারির আগামী এক সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে হবে।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ