নির্বাচনের তফসিল ঘোষনার সিদ্ধান্ত ৪ নভেম্বর : নুরুল হুদা

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০১৮ ০৬:৩৫:৩৯ || পরিবর্তিত: ০১ নভেম্বর, ২০১৮ ০৬:৩৫:৩৯

নির্বাচনের তফসিল ঘোষনার সিদ্ধান্ত ৪ নভেম্বর : নুরুল হুদা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী ৪ নভেম্বর  হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে  বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে  সিইসির নেতৃত্বে বঙ্গভবনে যান নির্বাচন কমিশনের সদস্যরা।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

একাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করেছে সাংবিধানিক সংস্থাটি।

প্রজন্মনিউজ২৪/মুহিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ