মীরসরাই উপজেলায় বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০১৮ ০১:০১:০৮

মীরসরাই উপজেলায় বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

সানোয়ারুল ইসলাম রনি, মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানবার উদ্দেশ্যে মীরসরাই উপজেলার প্রশাসনের আয়োজনে ৩১ অক্টোবর বুধবার সারাদিন ব্যাপি ‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী বিজয় ফুল তৈরি, গল্পবলা, কবিতা আবৃত্তি, অভিনয়, রচনা, চিত্রাঙ্কন, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকার্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে. এম সাঈদ মাহমুদ, মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল রহমান চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মীরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মীরসরাই উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ প্রমুখ।

পরে নির্বাহী অফিসার প্রতিযোগীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ী, সেরা প্রতিযোগীদের আগামীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার কথা ঘোষণা করেন।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ