যুক্তরাষ্ট্র না ইসরাইল?

কে পাতছে রুহানির মোবাইলে আড়ি ?

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০১৮ ১১:৪৪:২৯

কে পাতছে রুহানির মোবাইলে আড়ি ?

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মোবাইল ফোনে আড়িপাতা হচ্ছে বলে জানায় দেশটির সামরিক কর্মকর্তা। তবে কারা আড়িপাতার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

কোন ধরনের তথ্য চুরি হয়েছে তা স্পষ্ট নয়। সামরিক কর্মকর্তারা জানান, রুহানির ফোনকে নিরাপদ করতে আরও উন্নত যন্ত্র দেয়া হবে। সামরিক ইউনিটের প্রধান জালালি স্পষ্ট করে জানাননি, ঠিক কোন সময়ে রুহানির ফোনে আড়িপাতা হয়েছে।

সোমবার ইরানি বার্তা সংস্থা ইসনা জেনারেল গোলাম রেজা জালালিকে উদ্ধৃত করে বলেছে, প্রেসিডেন্ট হাসান রুহানির ফোন পরিবর্তন করে আরও নিরাপদ যন্ত্র দেয়া হবে। তবে ফোনে আড়িপাতা এসব যুক্তরাষ্ট্র বা ইসরাইলের কাজ বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১১ সালে পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত কম্পিউটারে স্টাক্সনেট ভাইরাস ছড়িয়ে পড়ে হাজার হাজার সেন্টিফিউজ ধ্বংস হয়েছিল। ওই ভাইরাস যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তৈরি ধারণা করা হয়।

রোববার জালালি বলেন, সম্প্রতি আমরা কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত স্টাক্সনেটের একটি নতুন সংস্করণ আবিষ্কার করেছি। এই ভাইরাস আমাদের কম্পিউটার সিস্টেমে ঢোকার চেষ্টা করছিল।

তিনি ঘোষণা করেন যে, তার দেশ সম্প্রতি একটি নতুন স্টাক্সনেট অকার্যকর করেছে।

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ