বাবার স্মৃতি ...

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৮ ১১:২৫:০৫ || পরিবর্তিত: ৩১ অক্টোবর, ২০১৮ ১১:২৫:০৫

বাবার স্মৃতি ...

 

                 বাবার স্মৃতি ....

                              -এ আর তানভীর

ভীষণ জ্বর উঠেছে,হাত-পা কাঁপছে।সামনে সবকিছু অন্ধকার দেখছি,সাথে চোখে ভেসে অাসছে ভয়ঙ্কর জিনিসও।

অামি শুধু চিৎকার করছি,ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি।ভাই-বোন সবাই ঘুমিয়ে গেছে,কিন্তু অামার মা জননী শিওরে বসে অাছেন। গভীর রাত হয়ে গেছে,বাবা এখনো অাসেননি বাসায়।ঘরে ফোন নেই, কারণ তখন ফোনের যুগ ছিলোনা।তাই মা বাবাকে জানাতে পারছেননা।

বাবা বাজার থেকে বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেলো।বাবা এসে যখন দেখলেন অামার অবস্থা,তখনি তিনি চমকে যান।বলেন:সে কি ঔষধ খেয়েছে?খেয়েছে কি কোনো কিছু?মায়ের উত্তর না সূচক হওয়াতে,বাবা চলে যান দ্রুত বাজারে,ঔষধ অানতে।বাজার থেকে ঔষধ ও ডানো দুধ নিয়ে ফেরার পথে,বাবা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হোন।

তিনি তখন ছিলেন, কবরের পাশে।সাথে কোনো লোকজন নেই।হঠাৎ তাঁর সামনে, বাঁশ ভেঙ্গে পড়তে থাকে।তিনি সাহসের সাথে সম্মুখপানে এগিয়ে অাসেন।তখনি বাঁশগুলা উপরে উঠে যায়। বাবা পরদিন অসুস্থ হয়ে পড়েন।
সেই দিনেরপর, অাজ চৌদ্দ বছর চলে গেছে।বাবাও চলে গেছেন না ফেরার দেশে।

অাজ দাঁতে খুব ব্যাথা,সমস্থ মুখ ফোলা।মা জননী শিওরে বসা।রাত গভীর হয়ে, শেষ রাত্রি এসে গেছে।বাবা এখনো অাসেননি,তিনি অার অাসবেনও না।কেহ এতো রাতে অামার জন্য ঔষধ অানতে যাবেনা।ভাই-বোনেরা সেদিনের মতো ঘুমন্ত,কেহ এখন কেমন অাছেন বলে জিজ্ঞাস করেনা....

আর তানভীর
বি ইউ পি ইউনিভার্সিটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ