প্রথম শ্রেনীর বন্দী সুবিধা পেলেন মইনুল

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৮ ১০:৫৮:৪৫

প্রথম শ্রেনীর বন্দী সুবিধা পেলেন মইনুল

প্রথম শ্রেণীর বন্দী সুবিধা (ডিভিশন) পেলেন সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন।তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

কারা সূত্রে জানা যায়, তাকে পরিস্কার-পরিচ্ছন্ন একটি রুমে রাখা হয়েছে।সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে।বই পড়ার জন্য দেওয়া হয়েছে চেয়ার-টেবিল।মঙ্গলবার সন্ধ্যায় জেলার মাহবুবুল আলম জানান, প্রথম শ্রেণীর বন্দীরা যে সকল সুবিধা পেয়ে থাকেন মইনুলকে সে সকল ‍সুবিধা দেওয়া হচ্ছে।তার রুমটি সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে।

তার পড়ার জন্য ইচ্ছেমত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থা রাখা হয়েছে।প্রথম শ্রেণীর বন্দী হিসেবে তিনি সকল ধরনের সুবিধা পাবেন।মানহানির মামলায় গ্রেপতার মইনুলকে সোমবার ডিভিশন দেয়ার নির্দেশ দেন হাইর্কোট।

টকশোতে নারী বিদ্বেষর্পূণ বক্তব্য রাখায় রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে তার বিরুদ্ধে মামলা হয়।

২২ অক্টোবর তাকে ওই মামলায় গ্রেপতার করা হয়।পরদিন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

প্রজন্মনিউজ২৪/জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ