ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবার মামলা হল

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৮ ০৫:৪৬:০৯

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবার মামলা হল

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারের আশুলিয়ায় জমি দখলসহ চাঁদাবাজি ও মাছ চুরির অভিযোগে আরও একটি মামলা হয়েছে আশুলিয়া থানায়।

মামলাটি করেন কাজী মহিবুল রব নামে এক ব্যক্তি। এ নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট ৫টি মামলা দায়ের হলো।

বুধবার রাতে ৫ম মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ পাটোয়ারী।

মামলার এজাহারে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘ দিন ধরে জবর দখল করার চেষ্টা করে আসছেন এবং জমির মালিকের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবিসহ ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছেন দীর্ঘ দিন ধরে।

মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ দুই জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি জাফরুল্লাহ চৌধুরী তার লোকজন দিয়ে জমিতে থাকা পুকুরের মাছ চুরি করিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে গেল সোমবার (১৫ অক্টোবর) মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ও শুক্রবার (১৯ অক্টোবর) ইমাম হাসান নামে আরও এক ব্যক্তি এবং রবিবার (২১ অক্টোবর) ডা. জাফরুল্লাহার বিরুদ্ধে মামলা করে।

এছাড়া সেলিম আহমেদ এক ভুক্তভোগীসহ ২৩ অক্টোবর নাসির উদ্দিন নামে আরও এক ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় জমি দখল ও চাঁদাবাজির আরও দুটি মামলা দায়ের করেন।

এর মধ্যে দুটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে হাইকোর্ট তার আগাম জামিন মঞ্জুর করেন।

প্রজন্মনিউজ২৪/রাইয়ান

 

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

সিলেটে পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

কালোজিরা খাওয়ার পাঁচ উপকারিতা

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ