দুর্গাপূজায় পশুবলির প্রতিবাদে শিক্ষার্থীর অবস্থান

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৮ ০৫:৪৩:২৫ || পরিবর্তিত: ২০ অক্টোবর, ২০১৮ ০৫:৪৩:২৫

দুর্গাপূজায় পশুবলির প্রতিবাদে শিক্ষার্থীর অবস্থান

দুর্গাপূজায় পশুবলির বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন আসামের কাছাড় জেলার শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র কল্পনার্ব শর্মা। সপ্তমী পূজার দিন ব্যানার টাঙিয়ে কাছার জেলার কাঁচাকান্তি মন্দিরের সামনে অবস্থান ধর্মঘট করেন তিনি।

ভারতে সপ্তমী পূজার দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত তিনি ওই মন্দিরের সামনে অবস্থানে বসেন। অষ্টমীর পর নবমীর দিন শিলচর শহরের শ্যামানন্দ আশ্রমের পূজামণ্ডপের কাছে অবস্থান ধর্মঘট করেন। সেখানে তখন পশুবলি চলছিল।

আশ্রম কর্তৃপক্ষ এনআইটির ওই ছাত্রের অবস্থান কর্মসূচি দেখে এগিয়ে আসে। তারা জানায়, এই আশ্রমের দেয়াল ঘেঁষে বসা চলবে না। এরপর কল্পনার্ব ব্যানার নিয়ে বসে পড়েন আশ্রমের মন্দিরের কাছে এক বাড়ির সামনে।

সেখানে পশুর রক্তে ভেজা পোশাক পরা কয়েকজন গিয়ে ওই ছাত্রকে হুমকি দেন। এরপর ব্যানার গুটিয়ে কল্পনার্ব ওই এলাকা ছেড়ে চলে যান। কল্পনার্ব বলেন, পশুবলির বিরুদ্ধে তাঁর আন্দোলন চলবে। পশুবলি অমানবিক প্রথা। ধর্মের নাম দিয়ে হত্যাকে প্রশ্রয় দেওয়া হয়। মন্দিরে বলি দেওয়ায় শিশুমনে প্রভাব পড়ে।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ