অভিমান

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৮ ১২:০৫:৩৮

অভিমান

         ফারজানা মিম

মেঘলা ছিল দিনটা একলা ছিলাম আমি,

অভিমানের স্তুপে জমা পড়েছিলে তুমি।

ভেবেছিলাম ভালবাসার টানে ফিরাবে তুমি ঠিকই,

অভিমানের প্রাচীর ভেঙে আসবো আমি শেষে।

 

অপেক্ষার প্রহর কেটেছে কত ফিরলেনা তুমি আজও,

মন ভাঙে, চোখের জলে অভিমান হয়েছিল কত।

রাতের জোনাকিরা জানে রুমালে শুকায় চোখের  জল যত,

মনগড়া অভিযোগ এখনো কাদায় অবিরত।

 

তোমার স্মৃতিতে জমে ধুলো,

বোবা অভিমানে ভুল কারণে

হয়ে গেল সব এলোমেলো।

 

অভিমানের জয় হল,

প্রতিশ্রুতির নিঃশেষ,

ভালবাসার হলো এক করুন বিচ্ছেদ।

প্রজন্মনিউজ২৪/জামান

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ