ওরা স্বপ্ন দেখে বাঁচার জন্যে....

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:৪৮:০৭

ওরা স্বপ্ন দেখে বাঁচার জন্যে....

ভাইয়্যা ভাত খাবো!

ভাত খেতে কত টাকা লাগে?

পাঁচল্লিশ টাকা!

আচ্ছা দিবো,একটু বসবা? কথা বলি...

আচ্ছা!

দুপুরে কি খাইছো?

সবজি দিয়া ২ টা রুটি।

থাকো কোথায়?

ধানমন্ডি ৮ এর ব্রিজের তলায়।

তোমার সাথে আর কে কে থাকে?

ছোট দুই বোন!

আর বাবা মা?

বাপ মারা গেছে কিশোরগঞ্জে রোড এক্সিডেন্টে!আর মা বিদাশ গেছে গার্মেন্টস ভিসায়!

কবে গেছে?

আরো বছর ৪ আগে।

তখন তোমার বসয় কত ছিল?

৮ বছর।

আর ছোট বোনের?

বছর ৪ এর মত!

তোমাদেরকে কার কাছে রেখে গেছে?

কারো কাছে না, যাওয়ার সময় আমাদের তিন ভাই বোন কে ১০০ টাকার তিনটা নীলচে কচকচে নোট দিয়ে গেছিলো ওইগুলা এখনো আমার একটা বইয়ের ভিতরে আছে!

বই? পড়াশুনা করো?

হ্যা, ধানমন্ডি লেকে "মজার স্কুলে" ,ক্লাস ফাইভে!

তো এইভাবে কি দিন যাবে?

বড় হয়ে কি করবা, ভাবছো কিছু?

পুলিশের বড় অফিসার হবো!

পুলিশ অফিসার ক্যেন?

পুলিশের অনেক দাম, ওদের কথা সবাই শুনতে হয়, পুলিশের অনেক ক্ষমতা!!

পুলিশের বড় অফিসার হতে কতুটুকু পড়তে হয়, জানো?

হ্যাঁ জানি, অর্নাস শেষ করে একটা বি সি এস পরিক্ষা দিতে হয়।

বাহ, তুমি তো দেখছি খুব সিরিয়াস!

তো আরেকটু বড় হলে কি আর হাত পাততে পারবা মানুষের কাছে?

নাহ,আর বেশি দিন না,ধানমন্ডি লেকে পথ শিশুদের জন্য একটা সমিতি আছে, ২০ টাকা করে আমরা ৩ ভাই বোন ৃপ্রতিদিন ৬০ টাকা জমা দেই, ৩ বছর হয়ে গেছে আর ২ বছর জমাবো তারপর আর হাত পাতবো না!

তোমার ঐ দুই বোন কি করে?

ফুল বিক্রি করি আমরা ৩ জনই, যেদিন সব ফুল বিক্রি হয় না সেদিন হাত পাতা লাগে!

ওরা পড়ে না?

হ্যাঁ, একটা ওয়ানে আরেকটা থ্রি তে।

ওরা পড়াশুনে করে কি করবে?

ছোটবোইন মারে খুঁইজবার লাইজ্ঞা বিদেশে যাবে আর মেজুটা বলে হাসপাতাল দিবো, কারন আমার বাবা হাসপাতালের বারান্দায় মারা গেছিলো!

পুরো গল্পটা আমাকে খুব ভাবাচ্ছিলো, সবশেষে যেটা অনুধাবন করলাম, আমরা যে যেটা থেকে বঞ্চিত সে সেটার পিছু নিয়ে ছুটে,সেটা কারো স্বপ্ন,কারো অধিকার নয়তো টার্গেট!

ছোট বোন মায়ের চেহারা ভুলে গেছে তাই হয়তো বিদেশ গিয়ে মা কে খু্ঁজবে।

মেজু বোন হাসপাতালের বারান্দায় বাবাকে হারাতে দেখেছে তাই হাসপাতালের স্বপ্ন দেখছে!

আর বড় ভাই বাবা,মা দুজনকেই কিছুটা পেয়েছিল কিন্তু এই পৃথিবীতে সে অবহেলিত দেখে প্রতিবন্ধকতা এড়িয়ে কদর আদায়ের জন্য পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে!

ওরা স্বপ্ন দেখে, আমরাও দেখি!

তবে ওরা স্বপ্ন দেখে বাঁচার জন্যে আর আমরা স্বপ্ন দেখি ভাল থাকার জন্যে!!!

প্রজন্মনিউজ২৪/এম বিল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ