একটি বৃক্ষ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০১৮ ০১:১৮:৫৮ || পরিবর্তিত: ২৯ জুলাই, ২০১৮ ০১:১৮:৫৮

একটি বৃক্ষ

               একটি বৃক্ষ

         মো:নুরুজ্জামান (হাবিব)

 

ভালোবেসে কভু কী মোরা একটি বৃক্ষ রোপেছি?

যত্ন করে শুষ্ক গোড়ায় একটু পানি ঢেলেছি।

 

শুনেছি কী তাহার বুকের নিরব ক্রন্দন,

হারিয়ে যাচ্ছে কেন?কিসের অভিমান।

 

সবুজ অরণ্যের বূকে,দহনের নির্মম জ্বালা,

নিষ্ঠুর মানবের অত্যাচার, র্নিবিচারে কেটে ফেলা।

 

ভেঙ্গে ফেলছে শাখা-প্রশাখা, নিত্য নতুন ডাল,

বিলীন হচ্ছে অশ্রসিক্ত সাক্ষী মহাকাল।

 

শ্যামল- শোভায়, ছেয়ে দেয় শুষ্ক এই রিক্ত ধরা,

র্নিমল অক্সিজেন তাহার, দূরে ঠেলে মৃত্যু-জরা।

 

তাহার সরস ফল আস্বাদনে হয়ে যায় আত্নহারা,

তবুও তো তাহার বুকে অবিরাম পেরেক মারা।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ