নিজ মুখে রাশেদকে উদ্ধারের বর্ননা দিলেন মোহাইমেন

প্রকাশিত: ০৩ জুলাই, ২০১৮ ০২:০০:৫৫

নিজ মুখে রাশেদকে উদ্ধারের বর্ননা দিলেন মোহাইমেন

হামিদুর রহমান, প্রজন্মনিউজ২৪ঃ মোহাইমেন পাটোয়ারী, পড়ছেন প্রাচ্যর অক্সফোর্ড ক্ষ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রশনে। নিজ মুখে ঘটনার বর্ননা দেন এভাবে, সকালে লাইব্রেরিতে পড়ছিলাম। হঠাত শব্দ শুনে জিজ্ঞাস করলাম কি হল। খবর আসল কোটা আন্দোলন এর ছেলেদের ছাত্রলীগ পিটাচ্ছে। তাড়াতাড়ি গেইটে গিয়ে দেখি অবস্থা খুব খারাপ। ছাত্রলীগ সন্ত্রাসীরা কেউ একজন কে ঘিরে জঘন্যভাবে পিটাচ্ছে কিন্তু কেউ বাঁচাতে আসছে না।

 আমি ভাবছিলাম কি করব। এমন সময় লাইব্রেরিয়ান এসে "স্টপ, স্টপ" বলায় হিংস্রতা কিছুটা কমে আসে। কিন্তু এর মাঝেও কেউ কেউ স্যারের কথায় পাত্তা না দিয়ে মাদকাসক্তর মত মেরে যাচ্ছিল। আমি নুরুকে দেখে ফেলি। এমন সময় স্যার সামলাতে না পেরে বললেন আচ্ছা আমি মিমাংসা করছি এদিকে আস। হায়েনারা নুরুকে মারতে মারতে সরানো শুরু করল। সব হায়েনা একসাথে বলতে লাগল লাইব্রেরির ভিতরে নেওয়া যাবে না।

 (কারণ লাইব্রেরির ভেতর মারতে পারব না, এখানে আমাদের সংখ্যাধিক্য) আমি আমার করণীয় বুঝে যাই। নুরুকে ভেতরে ঢোকাতে হবে। আমি ঝুঁকি নিয়ে হায়েনার দলের কাছে গিয়ে দেখি নুরু মাটিতে আধোশোয়া। সারা শরীর মারে লাল হয়ে আছে। কালক্ষেপণ না করে সাহায্যের হাত বাড়িয়ে দেই। সে আমার হাত ধরে, দেখি ওর হাতে একটুও শক্তি নাই। আমি নিজ হাতেই তার হাত শক্ত করে ধরে প্রচণ্ড টানে লাইব্রেরির ভেতরে নিয়ে এনে সরে যাই।

  তারপর পেছন থেকে তার দুই বন্ধু এসে তাকে দুর্লভ বই এর সেকশনে নিরাপদে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় এই ছবিটি প্রকাশ পায়। আমি ছবিটি দেখে খুব অবাক হই কিভাবে এতজনের মধ্যে থেকে তাকে টেনে আনলাম। তাকে যেন লাইব্রেরিতে কেউ না ঢুকাতে পারে সে জন্য সামনে একজন এবং পিছে তিনজন তার শার্ট ধরে আছে। আর নিচের ছবিটি বড় করে দেখেন আমার শুধু একটা হাত আর নুরুর শুধু একটাই হাত। আর কেউ নাই।

  অথচ লাইব্রেরিতে টেনে আনার পরে শুধু দুইটা আঙুল দিয়ে একজন শার্টের একটু কোনা ধরে রাখতে সক্ষম হয়। বাকি সব সাফ। আরো অবাক হই এত ঝুঁকির মধ্যে তাকে টেনে আনলাম একটা মারও খেলাম না। রাখে আল্লাহ মারে কে। আলহামদুলিল্লাহ। আর আমার কুংফু শিক্ষক Reza Ahmed Saady কেও বিশেষ ধন্যবাদ কুংফু ভয় দূর করতে সাহায্য করে। এই সব নিজ চোখে দেখা। আমি সাক্ষী। এত কিছুর পরেও টিভিতে, কড়া সমর্থকদের মুখে মিথ্যাচার শুনলে শুধু ভাবি, "শেষ বিচারের দিন খেলা হবে।"

- ফেসবুক থেকে নেয়া

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ