টোকিওতে ইন্টেরিওর লাইফ-স্টাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

প্রকাশিত: ০১ জুন, ২০১৮ ১১:০১:২৬

টোকিওতে ইন্টেরিওর লাইফ-স্টাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

জাপানে ইন্টেরিওর লাইফ-স্টাইল মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। বুধবার টোকিওর বিগ সাইটে সকাল থেকে শুরু হওয়া  মেলায় বাংলাদেশ দূতাবাস টোকিও, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রপ্তানী উন্নয়ন বুর‍্যোর উদ্যোগে  যোগ দিচ্ছে বাংলাদেশ। মেলায় সার্বিক সহযোগিতা করছে টোকিও দূতাবাস। মেলা চলবে আগামী শুক্রবার, ১ জুন পর্যন্ত।

সকালে মেলার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও জাপানে নিযুক্ত  রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং রপ্তানী উন্নয়ন বুর‍্যোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য ।  এসময় অন্যান্যদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের কর্মকর্তা ও দূতাবাসের  অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আগত অতিথি ও রাষ্ট্রদূত প্যাভিলিয়নের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় গৃহসজ্জা ও অভ্যন্তরীণ ব্যবহার্য নানান ডিজাইনের পাটের তৈরী উন্নতমানের দ্রব্যাদি প্রদর্শন করছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা পাটজাত পণ্য বিদেশে রপ্তানী করেন। প্রথমাবের মত এই মেলায় প্রদর্শিত হচ্ছে পাট থেকে উৎপন্ন পরিবেশবান্ধব ও পলিথিনের বিকল্প ব্যাগ। এবার মেলায় বাংলাদেশের দশটি পাট ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।  

আগত ব্যবসায়ীরা জাপানে বাংলাদেশে পাটের বাজার তৈরী ও বিদ্যমান বাজার সম্প্রসারনে খুব আশাবাদী। তাঁরা মনে করেন পাটের সাথে কাপড় ও চামড়া সংমিশ্রন করে উৎপাদিত পণ্য জাপানের বাজারে স্থান করতে পারবে। এছাড়া প্যাকিং করার কাজেও পাটের ব্যবহার করা সম্ভব। জাপানের সুপারশপ ও কনভেনিয়েন্ট শপগুলো বাংলাদেশের উদ্ভাবিত পরিবেশবান্ধব  পাটের ব্যাগের বিশাল ও সম্ভাবনায় বাজার বলে মত প্রকাশ করান পাট উদ্যোক্তারা।

মেলায় অংশ নিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন জাপানে অবস্থান করছেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, মো: মোতাহার হোসেন চৌধুরী, রপ্তানী উন্নয়ন বুর‍্যোর ভাইস চেয়ারম্যান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও পাট শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা অন্যতম।

 

প্রজন্মনিউজ২৪/নুর/মামুন

এ সম্পর্কিত খবর

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু

বৃষ্টির জন্য বরিশালে কাঁদলেন শত শত মানুষ

মোস্তাফিজকে নিয়ে বিসিবির ভাবনা ঠিক নেই: হার্শা ভোগলে

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ