রিজেনারেশন ট্রাস্ট ইউকের ইফতার সামগ্রী বিতরন

প্রকাশিত: ২২ মে, ২০১৮ ০৪:২৩:৪৫

রিজেনারেশন ট্রাস্ট ইউকের ইফতার সামগ্রী বিতরন

মোঃ ছাব্বির আহমেদ প্রতিনিধি:-সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছত্তিশ গ্রমে প্রবাস বিত্তিক সামাজিক সংগঠন, বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অসহায় ও দুস্তদের মধ্যে পবিত্র মাহে রমজানের ইফতারের খাদ্য সামগ্রী বিতরন করা হয। ১৯শে মে শনিবার বিকেল ৩ ঘটিকার সময় স্থানিয় ছয়েস চিলড্রেন একাডেমিতে, এডুকেয়ার ফেঞ্চুগঞ্জের সহযোগীতায় প্রায় অর্ধশতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে বিলি করা হয়।

৫টি ইউনিয়নে ৩০টি মৌজা এবং ১১৪টি গ্রাম নিয়ে গঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলা, যার একদিকে রয়েছে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি এবং অন্যদিকে অবস্থিত বাংলাদেশ ও এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, সিলেট জেলার মডেল থানা গুলো এর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা অন্যতম, ফেঞ্চুগঞ্জ বাজার হতে প্রায় দুই থেকে তিন কিলমিটার দূরে অবস্থিত ছত্রিস, পিটাইটিক ও বাঘমারা গ্রাম,

এখানে যেমন বৃত্তশালী ব্যক্তিরা রয়েছেন তার চেয়ে বেশি দারিদ্র ও অসহায় মানুষ বসবাস করে। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ স্লোগান কে সামনে রেখে রিজেনারেশন ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ প্রতিনিধি সাহিন আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফারদিন আহমদ মিমন ও এডুকেয়ার ফেঞ্চুগঞ্জের এর প্রধান উপদেস্টা বিশিষ্ট সমাজ সেবক বিলাল আহমদ ও সভাপতি ফজলে রাব্বি জনি এর উপস্থিতিতে বিতরন

কার্য সংগঠিত হয়, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে – চাউল, ডাল, ছোলা, পিঁয়াজ, আলু, ময়দা, তেল, দুধ ও চিনি ইত্যাদি। এসময় বাংলাদেশ প্রতিনিধি সাহিন আহমদ তার ব্যক্তব্যে বলেন, প্রবাস বিত্তিক এ সংগঠন রমজান, ঈদ, বন্যা সহ ভিবিন্ন সময় অসহায় ও দুস্তদের সাহায্যার্থে এগিয়ে আসে, তিনি আরো বলেন এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফারদিন আহমদ মিমন তার ব্যক্তব্যে

বলেন, রিজেনারেশন ট্রাস্ট ইউকে একমাত্র প্রবাসিদের সম্মেলিত প্রচেষ্টায় সম্বব হয়েছে আজকের এই বিতরন কার্য অনুষ্টান। এতে আরো উপস্থিত ছিলেন এডুকেয়ার এর সদস্য বাবর জিলানি, আব্দুল মুনিম, খাইরুল ইসলাম, সাইদুল কবির, তানভির হোসেন, দিদার, জাবেল প্রমুখ। এ সম্পর্কে উপস্থিত জনসাধারণ এর কাছ থেকে জানা যায় রিজেনারেশন ট্রাস্ট সহ এলাকায় একাদিক সামাজিক সংগঠন থাকায় তারা যেমন আর্থিক ভাবে সহযোগীতা পাচ্ছে ঠিক তেমনি সামাজিক ভাবে তাদেরকে অনেক মূল্যায়ন করা হচ্ছে।

প্রজন্মনিউজ২৪/মোঃ জিবুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ