শীতের শাকে সবুজ মাঠ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০১৭ ০৫:৫১:৩২

শীতের শাকে সবুজ মাঠ

শীতের শুরুতে সবুজে ভরেগেছে সাভারের মাঠ ।রাজধানীর আদুরের হেমায়েতপুরে জমি গুলোতে, সবজি চাষের এই সমারহ।মাঠের পর মাঠ পালন শাক,লাল শাক, পুইশাখ চাষ হচ্ছে।ঢাকা বাসি তাজা শাকের সাদ পাচ্ছেন ।

 

আনেক ক্ষেত থেকে শীতের শাক ঢাকার বাজারে আসছে।পলি মাটির জমিতে সহজে সার ছাড়ায় চাষ হেচ্ছে।ফলন হয়েছে আশানূরুপ, কৃষক ও খুশি ।বাজারে চাহিদা ও নদী পথে পরিবহন সহজ হওয়ায় চাষীরা লাভোবান হচ্ছন ।এবার সবজীর বাজার চড়া।

 

মাঠের চাষী ,রহমত মিয়া বলেন’ আমরা বিভিন্ন ধরণের শীত কালীন শাক চাষ করি । আন্য চাষের প্রতি আগ্যহ কম ।কারণ শাক চাষ কম সময় বিক্রী করা যায়।মাত্র ত্রিশ দিনে চাষ উঠে যায়।তাছাড়া বছর জুড়েয় আমদের শাক চাষ থাকে ।

 

ঢাকার সাথে নৌ পথ থাকায় যোগাযোগ সহজ ।দিনের যে কোন সময় এ সব শাক নৌকা যোগে ঢাকার বাজারে আসছে ।

 

প্রজন্ম নিউজ/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ