ফিফায় আবারও ঘুষ কেলেঙ্কারি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৭ ০৫:০৯:২৮

ফিফায় আবারও ঘুষ কেলেঙ্কারি

গত কয়েক বছর ধরেই খেলার জগতে কেলেঙ্কারির নানা গুঞ্জন শোনা যাচ্ছে।ফিফাও এর ব্যাতিক্রম নয়। ফিফায় ঘুষ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে। এতে শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে নিচের সারির ব্যক্তিরাও অভিযুক্ত হয়েছেন। সর্বশেষ আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলো ঘুষ নেয়ার।

 নতুন প্রতিযোগিতার স্বত্বের জন্য দক্ষিণ আমেরিকার তিন শীর্ষ ফুটবল কর্মকর্তাকে ঘুষ দেওয়ার ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যবসায়ী। নিউ ইয়র্কের এক আদালতে এ ব্যাপারটি স্বীকার করেছেন ফাবিও তর্ডিন নামের ওই ব্যবসায়ী। শুনানিতে তিনি জানিয়েছেন, ‘উরুগুয়ের এক বিখ্যাত ফার্ম-হাউসে কনকাকাফ জোনের তিন কর্তা প্রায় পাঁচ লক্ষ ডলার ঘুষ নিয়েছিলেন। ফুল প্লে নামের এক আর্জেন্টাইন ক্রীড়া সংস্থা এই অর্থ দিয়েছিল।’

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে গত কয়েক বছর ধরেই। যেখানে দুর্নীতির অভিযোগে বহিষ্কার হয়েছিলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার, উয়েফা প্রধান মিশেল প্লাতিনিসহ আরও অনেকে।

প্রজন্মনিউজ২৪.কম/মাহফুজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ