ওজন কমাতে: মধু ও দারুচিনি!

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০১৭ ০৫:৪৬:০৫ || পরিবর্তিত: ০৬ ডিসেম্বর, ২০১৭ ০৫:৪৬:০৫

ওজন কমাতে: মধু ও দারুচিনি!

আমাদের দেশ সহ বিশ্বে আজ সকল দেশের মানুষ অতিরিক্ত ওজন কমানো নিয়ে নানা চিন্তা করছে।কিন্তু এমন কোন ওষুধ বের হয়নি যা রাতারাতি ওজন কমিয়ে দেবে। তবে বিদেশি স্বাস্থ্য সম্পর্কিত একটি সাইটের বরাত দিয়ে একটি পদ্ধতির কথা বলা হবে এখানে; যা ওজন কমানোর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি উপকার করবে। যেমন:
- কোলন পরিষ্কার করে শরীর থেকে যাবতীয় টক্সিন দূর করে দেবে
- মেটাবলিজম বৃদ্ধি করবে
- ওজন কমাবে
- কোলেস্টেরলের মাত্রা কমাবে।
- রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের অবস্থা মাত্রার মধ্যে রাখবে

বানানোর পদ্ধতি:

এক কাপ ফোটানো পানিতে এক চা-চামচ দারুচিনি মেশান। ২০-৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন। এবার পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এবং এক চা-চামচ মধু মেশান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই খালি পেটে এই পানীয় পান করুন এবং আধা ঘণ্টা পর প্রাতঃরাশ করুন। ভালো ফলাফলের জন্য পর পর কয়েক সপ্তাহ এ মিশ্রণটি পান করুন।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

দারুচিনির গরম পানির সঙ্গে কখনো মধু মেশাবেন না। অন্তত বিশ মিনিট অপেক্ষা করুন। গরম পানি মধুর জীবিত এনজাইমগুলো ধ্বংস করে দেয়। সেজন্যে হালকা গরম অবস্থায় মধু যোগ করা উচিত। সকালে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আগের রাতে অল্প দারুচিনির সঙ্গে পানি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। পরের দিন সে পানি ছেঁকে নিয়ে গরম পানি এবং মধু যোগ করে খেয়ে ফেলুন।

প্রজন্মনিউজ২৪.কম/মাহফুজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ