ইবির ভর্তি পরীক্ষায় এক প্রক্সিবাজ আটক, ১ বছরের কারাদন্ড

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০১৭ ১১:০৬:৫৩

ইবির ভর্তি পরীক্ষায় এক প্রক্সিবাজ আটক, ১ বছরের কারাদন্ড

এম. বি. পাপ্পু: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩য় দিনের ‘এইচ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ইন্দ্রজিত কুমার নামের এক প্রক্সিবাজ আটক হয়েছে। পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নং ২২৫ রুমে পরীক্ষা দিতে গিয়ে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্সিবাজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

প্রক্সিবাজ ইন্দ্রজিত কুমারের বাড়ি মাগুরা জেলার শ্রীরামপুর উপজেলায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এইচ ইউনিট আইন ও শরীয়াহ অনুষদের অন্তর্ভূক্ত। তৃতীয় দিনে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে  ইন্দ্রজিত কুমারের উল্লিখিত রোল নং-০৬৬৬২। কিন্তু সে ওএমআর শিটে অন্য এক শিক্ষার্থীর রোল (৯০৩৯) পুরণ করে। পরীক্ষা পরিদর্শক ওএমআর শিট স্বাক্ষর করতে গিয়ে বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। 

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে জানান তারা। প্রক্টরিয়াল বডি তাৎক্ষণিক উপস্থিত হয়ে প্রক্সিবাজকে অনুষদ ভবনের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান। পরবর্তিতে আটককৃত প্রক্সিবাজকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অন্যের হয়ে পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করে।

বিষয়টি নিশ্চিতের পর “পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন ১৯৮০-র ৩ ধারা” অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কুষ্টিয়া ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ সাজা প্রদান করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, তাকে জিজ্ঞাসাদ করার পর ঘটনার সত্যতা মেলে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়। বর্তমান প্রশাসন অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেয়ার মানসিকতা রাখেনা।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ